ভূমিকা
সংকল্প প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা বাংলাদেশের মাগুরা জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী নারীদের সংগঠন (ডিপিও)। সংগঠনটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে মাগুরা জেলার গ্রাম পর্যায়ে ছোট ছোট দল গঠনের মাধ্যমে প্রতিবন্ধী নারী ও পুরুষদের সংগঠিত করে ফেডারেশন গঠন করা হয়েছে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহায়তায়। এক পর্যায়ে প্রতিবন্ধী নারীদের জন্য আলাদা সংগঠন করার গুরুত্ব উপলদ্ধি করেন প্রতিবন্ধী নারী নেতৃত্ববৃন্দ। তখন থেকে প্রতিবন্ধী নারীদে সংগঠিত করে গ্রাম পর্যায়ে ছোট ছোট দল গঠন করে ইউনিয়ন পর্যায়ে ফেডারেশন গঠন করা হয়। যার থেকে জেলা পর্যায়ে প্রতিবন্ধী নারীদের সংগঠন সংকল্প প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থা গঠিত হয়। সংস্থার সদস্যদের মধ্যে শতভাগ প্রতিবন্ধী নারী। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক/নির্বাহী পরিচালকের দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে।
প্রতিবন্ধী নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনে সহযোগিতায় প্রতিবন্ধী নারী ও শিশুদের অধিকার ও উন্নয়নে সংগঠনটি কাজ করছে। প্রতিবন্ধী নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মসংস্থানসহ সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।